আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় অপহরণ মামলার ভিকটিমসহ ৪ আসামি গ্রেফতার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। থানা সুত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাত আনুমানিক ১১টার সময় উপজেলার বুড়াইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শিরগ্রামের মৃত আলীম খানের ছেলে মোঃ হেলাল খানকে অপহরণ করে (২১ দিন পর) একই উপজেলার আড়পাড়া গ্রামের আশরাফুজ্জামান জিল্লু ও তার সহযোগীরা।
হেলাল খানকে অপহরণ করে আটকে রেখে ৫০ লক্ষ টাকা মুক্তিপোন দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে মাইক্রোবাসে তুলে প্রখমে খুলনা নিয়ে যায়। সেখান থেকে আসামি জিল্লু গোপনে তার বাড়িতে হেলাল খানকে আটক রাখে। এবং হেলাল খানের সুতার মিলের মিলের যন্ত্রাংশ বিক্রয়ের ১৬ লক্ষ টাকা মুক্তিপন আদায় করে। বাকি টাকার জন্য ভিকটিমকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে তার পরিবারের লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। ভিকটিমের ভাই বেলায়েত হোসেনের সংবাদের প্রেক্ষিতে আলফাডাঙ্গা থানা পুলিশ ৭ আগষ্ট, রাত ৩টা ৩০মিনিটে আসামী জিল্লুর বাড়ি থেকে জিল্লুসহ ঘটনার সাথে জড়িত ৪ জন এবং ভিকটিমকে উদ্ধার করে। এসময় জিল্লুর লাইসেন্স করা ১টি পিস্তলসহ ৯ রাউন্ড গুলি অপহরণের কাজে ব্যবর্হত একটি নোয়া মাইক্রোবাস,২টি মোবাইল ফোন ও সোনালী ব্যাংকের ১টি টাকা জমার রশিদ জব্দ করেন।
উদ্ধার হওয়ার পর ভিকটিম নিজে বাদী হয়ে ৭ আগষ্ট ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২/৩ জনের মামলা দায়ের করে।
Leave a Reply