আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আসন্ন ৩নং আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. আশিকুর রহমান (হৃদয় আশিক) সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সেইসাথে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্মিত ভবনের নির্মাণ কাজে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।
মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা করেন তিনি। আশিক পেশায় একজন স্মার্ট মোবাইল ফোন ব্যবসায়ী। সে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সম্পাদক ও আলফাডাঙ্গা আওয়ামী যুবলীগের একজন সক্রিয় কর্মী।
মতবিনিময় সভায় সাবেক ছাত্রলীগ নেতা আশিক বলেন, আসন্ন ৩নং আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সাথে জড়িত। এ ইউনিয়নের অসহায় মানুষের সেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমি কথা দিচ্ছি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে ৩নং আলফাডাঙ্গা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ্। এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান, কার্যকরী সদস্য শাহরিয়ার হোসেন ও কবীর হোসেন প্রমুখ।
উল্লেখ্য, সাবেক ছাত্রলীগ নেতা আশিক মহামারী করোনাকালীন সময়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পালন করে ইউনিয়নবাসীর নিকট ব্যাপক আলোচনায় এসেছেন।
Leave a Reply