সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্:
আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ১টি পৌরসভা ও ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রোববার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
গণভবনে হওয়া এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আলফাডাঙ্গা পৌরসভার মেয়র পদে বর্তমান মেয়র, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুর রহমানকে পুনরায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার সদর ইউনিয়নে সোহরাব হোসেন বুলবুল, বুড়াইচ ইউনিয়নে বীরমুক্তিযোদ্ধা আ. আলীম খান এবং গোপালপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইনামুল হাসানকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
Leave a Reply