সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্রলীগের নিউক্লিয়াসখ্যাত ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন ফরিদপুরের সালথার কৃতি সন্তান এ এস, এম ফেরদাউস।
এ এস, এম ফেরদাউস সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের মরহুম মাওলানা মতিয়ার রহমান এর সন্তান,পেশায় তিনি ছিলেন আইনপুর আলিম মাদ্রাসার উপ-অধ্যক্ষ।
ফেরদাউস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে অনার্স সম্পন্ন করে বর্তমানে সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত রয়েছেন।
শুক্রবার ২ (ডিসেম্বর) ২০২২ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস সাধারন সম্পাদক হোসাইন সাদ্দাম সাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন,এছাড়াও তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। করেনাকালীন সময়ে তরুনদের উচ্চশিক্ষায় আগ্রহী করতে উপজেলার প্রতিটি ইউনিয়নে উদ্ভুদ্ধকরন সেমিনার করেছেন।
তিনি ঢাবিস্থ নগরকান্দা সালথা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
সহ-সভাপতি নির্বাচিত করায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারন সম্পাদক সাদ্দাম হোসেনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ফেরদাউস ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি পদে মনেনীত হওয়ায় এলাকার মানুষ আনন্দিত।
Leave a Reply