সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য ও সমন্বয়ক এবং বঙ্গবন্ধু সেনা পরিষদের সভাপতি মেজর আতমা হালিম অবঃ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলে আজ আমরা বাংলাদেশী। স্বাধীনতার স্থপতি এই অবিসংবাদিত নেতার নাম সারা জীবন বাঙ্গালির হৃদয়ে খোদাই করে লেখা থাকবে। বঙ্গবন্ধুর অসম্পূর্ণ অনেক কাজ আজ তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। বুধবার (২৭ এপ্রিল) সকালে নিজ নির্বাচনী এলাকা সালথা উপজেলার সোনাতন্দি গ্রামের নিজ বাড়িতে গরীব দুঃখী, অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কালে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে রাত দিন পরিশ্রম করছেন জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন রয়েছে তাতে আগামী কয়েক বছেরর মধ্যে আমাদের এই দেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে। বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। শেখ হাসিনার এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহব্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, রামকান্তুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইশারত হোসেন, ঢাকা দক্ষিণ ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য হাজী শকিকুর রহমান মিলন, বল্লভদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ( লুলু), যুবলীগ নেতা, রাসেল হোসেন প্রমূখ।
Leave a Reply