সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
অদ্য- ৭/১২/২০২২ইং তারিখে মাসিক কল্যাণ সভায় নভেম্বর ২০২২ইং মাসে ফরিদপুর জেলার সালথা থানার ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন এ এস আই রবিন মজুমদার।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ মোঃ শাহজাহান পিপিএম সেবা মহোদয়ের নিকট হতে পুরস্কার গ্রহণ করেন।
ইতিপূর্বে, একবার জেলা শ্রেষ্ঠ এ এস আই, ১৪ নভেম্বর, ৭ ডিসেম্বর ২০২২ইং মাসসহ মোট পাঁচবার ফরিদপুর জেলার সালথা থানার ওয়ারেন্ট তামিলকারি অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, (নগরকান্দা সার্কেল) মোঃ আসাদুজ্জামান শাকিল ও অফিসার ইনচার্জ সালথা থানার মোঃ শেখ সাদিক।
রবিন মজুমদার বলেন, আমার পক্ষ থেকে অএ থানার সৎ, নিষ্ঠাবান, নির্ভীক, ন্যায়পরায়ন ও সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ শেখ সাদিক স্যারকে জানাই আন্তরিক সালাম ও ভালোবাসা। এছাড়াও আমি অএ থানার সুযোগ্য ও সফল অফিসার ইনচার্জ জনাব মোঃ শেখ সাদিক স্যারের দিকনির্দেশনায় ও আইনগত সকল কাজে উৎসাহ ও উদ্দীপনায় এবং অএ থানার সকল অফিসার ও ফোর্সদের ভালবাসা ও তাদের সহযোগিতার মাধ্যমে আজ আমার এই প্রাপ্তি। তাই আমার পক্ষ থেকে আমার থানার সকল অফিসার ও ফোর্সদের ভালবাসা সহ ধন্যবাদ জ্ঞাপন করছি। এই প্রাপ্তি শুধু আমার নয় আমার থানার কর্মরত সকল অফিসার ও ফোর্সদের।
এএস আই রবিন মজুমদার অত্র থানায় যোগদানের পর একাধিকবার উক্ত পুরস্কার পেয়েছেন এছাড়াও একবার জেলায় শ্রেষ্ঠ এ এস আই হিসেবে নির্বাচিত হয়েছেন।
Leave a Reply